ছাতকে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, ৩ জনের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২২, ৬:৩৩:৩৩ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বৃষ্টি না হওয়ায় প্রায় এক ফুট পানি কমছে। তবে ছাতকের সাথে এখনো সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। উপজেলার জাউয়াবাজার এলাকা ও মাধবপুর এলাকায় নৌকাডুবিতে নিখোঁজ শিশু হানিফা (৬) ও খালেদ আহমদ (৩৩) এর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে বন্যার পানিতে ডুবে উপজেলার মুক্তিরগাও গ্রামে ব্যবসায়ী ইজাজুল হক রনির শিশুর পুত্র তমাল (৫) এর মৃত্যু হয়েছে। ৪ দিন ধরে বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে লাখ লাখ বানভাসী মানুষ।
বন্যাদুর্গত এলাকাগুলোতে মারাত্মক খাদ্য সংকট দেখা দিয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে এখন সরকারীভাবে ত্রাণ বিতরণের খবর পাওয়া যায়নি। সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক সোমবার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান গোবিন্দগঞ্জে ও সাবেক চেয়ারম্যান আখলাকুর রহমানের উদ্যোগে ধারন বাজার এলাকায় বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন।