গোয়াইনঘাটে বন্যার্তদের মাঝে হাকিম চৌধুরীর খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২২, ৭:৩৩:২৬ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, স্মরণকালের সর্বোচ্চ বন্যায় পুরো সিলেটজুড়ে চলছে হাহাকার। এই কঠিন সময়ে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার মানুষের দুঃখ দুর্দশা বেড়ে চলেছে। বন্যাদুর্গতদের সাহায্যে সামর্থবানদের এগিয়ে আসা উচিত।
তিনি রোববার গোয়াইনঘাটের বন্যার্ত অসহায় পরিবারের মাঝে ধারাবাহিক শুকনো খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার ফতেপুর ইউনিয়নের আশ্রয় কেন্দ্র, বিভিন্ন বাড়ীতে ও নিরাপদ জায়গায় আটকে থাকা বানভাসীদের মাঝে সহায়তা দেয়া প্রদানকালে উপরোক্ত কথা বলেন।
আব্দুল হাকিম চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে রোববার দিনব্যাপী ফতেপুর ইউনিয়নের ফতেপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, গোসাইনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মহিষখেড় সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ-সভাপতি আব্দুল করিম শিকদার, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এখলাসুর রহমান মেম্বার, যুগ্ম সম্পাদক বদরুল মেম্বার, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, বিএনপি নেতা কামরুল মেম্বার, রহিম উদ্দিন, যুবদল নেতা এম ওয়ারিস, কামাল আহমেদ, ওয়াদুদ চৌধুরী ইয়াহিয়া ও ছাত্রদল নেতা গিয়াস রানা প্রমুখ। বিজ্ঞপ্তি