আশ্রয়কেন্দ্রে কমিউনিস্ট পার্টির খিচুড়ি বিতরণ
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২২, ৭:৪০:২৩ অপরাহ্ন
সিলেটের দুইটি আশ্রয়কেন্দ্রে সহস্রাধিক মানুষকে খিচুড়ি বিতরণ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা। রোববার বিকেলে এ খিচুড়ি বিতরণ করা হয়।
এদিন বিকেলে প্রথমে নগরের মিরাবাজারস্থ কিশোরী মোহন প্রাথমিক বিদ্যালয়ে এবং পরে শাহজালাল জামেয়া উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে এ খিচুড়ি বিতরণ করা হয়। এ সময় অন্তত ১ হাজার মানুষকে এক বেলা পরিমাণ খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক খায়রুল হাছান, সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগের সমন্বয়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, খেলাঘর সিলেট জেলার সাধারণ সম্পাদক তপন চৌধুরী টুটুল, উদীচী সিলেট জেলার সহসভাপতি রতন দেব, সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, সিপিবি নেতা আরিফ হোসেন সুমন, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক, আহŸায়ক মনীষা ওয়াহিদ প্রমুখ। বিজ্ঞপ্তি