মহানগর জমিয়তের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২২, ৮:৪৯:১৭ অপরাহ্ন
সোমবার সিলেট মহানগর জমিয়তের উদ্যোগে নগরীর বন্দরবাজারস্থ দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মিরাবাজার কিশোরী মোহন উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র ও ভাসমানসহ ৩ শতাধিক বানভাসী মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করে মহানগর জমিয়ত।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগর সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখার সহ সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, সহ সভাপতি হাফিজ খলিলুর রহমান, সিলেট মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক সরকার, সাবেক ছাত্রনেতা এম বেলাল আহমদ চৌধুরী, মাওলানা আব্দুল জলিল চৌধুরী, হাফিজ মাহমুদুল হাসান, মহানগর যুব জমিয়তের সভাপতি মুফতী জাকারিয়া মাহমুদ ও সাধারণ সম্পাদক রেজাউল হক এলএলবি, ছাত্রনেতা ইসহাক হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি