মৌলভীবাজারে জামায়াতের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২২, ৯:২৯:৩৪ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি : কুশিয়ারা পাড়ে বানভাসীদের সাহায্যে ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে এলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার জেলার রাজনগর উপজেলা জমায়াতের উদ্যোগে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ২, ৩ ও ৪নং ওয়ার্ডের কামালপুর, সুরিখাল ও সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এসব ত্রাণ বিতরণ করেন তারা। উত্তরভাগ ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মোতাহির আলমের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা জুবায়ের আহমদের পরিচালনায় ত্রাণ বিতরণ কার্যক্রম পূর্বে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও মৌলভীবাজার জেলা আমীর মোঃ আব্দুল মান্নান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, উপজেলা সহকারী সেক্রেটারি মিসবাউল হাসান, রাজনগর ইউনিয়নের ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেন বাবলু, উত্তরভাগ ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার মাসুক আহমদ চৌধুরী, ৩নং ওয়ার্ড মেম্বার তফুর আলী, ২ নং ওয়ার্ড মেম্বার মাসুক মিয়া, শিবিরের মৌলভীবাজার শহর মাদ্রাসা সম্পাদক মোঃ সাজেদ আহমদ, সদর উপজেলা সভাপতি মোয়াজ্জিম হোসেন, রাজনগর দক্ষিন সভাপতি সৈয়দ আতিক আলী, রাজনগর উত্তর সভাপতি রোমান আহমদ, হাফিজ রায়হান আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।