ছাতকে শতাধিক আশ্রয় কেন্দ্রে খাদ্য সংকট
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২২, ৯:৩২:৪২ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি : উপজেলার ১টি পৌর এলাকা ও ১৩ টি ইউনিয়নের সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলে ও দুর্ভোগ বাড়ছে বানভাসী মানুষের। বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে হাজার হাজার ঘর বাড়ি। শতাধিক আশ্রয় কেন্দ্রে ও লাখো মানুষ চরম খাদ্য সংকটে ভুগছেন।
উপজেলা সদর, গোবিন্দগঞ্জ কলেজ ও মহাসড়ক সংলগ্ন আশ্রয় কেন্দ্র ব্যতীত অন্যান্য আশ্রয় কেন্দ্র গুলোতে এখনো কোন এান ও রান্না করা পৌছেনি। খাদ্যে সংকটে কারণে চরম হাহাকার চলছে আশ্রয় কেন্দ্র গুলোতে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে।
তবে, চাহিদার তুলনায় এগুলোর পরিমাণ একেবারেই অপ্রতুল। ৫ দিন ধরে বিদ্যুৎ না থাকায় বানভাসী মানুষের দুর্ভোগ আরো বেড়েছে। বিদ্যুৎ না থাকায় মোবাইলে যোগাযোগ বন্ধ রয়েছে। নৌকা সংকট ও মোবাইল যোগাযোগ বন্ধ থাকার কারণে সরকারী ও বেসরকারি ত্রাণ বিতরণের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন একজন সরকারী কর্মকর্তা। এ ছাড়াও উপজেলার সর্বত্র ডাকাত আতংক রিরাজ করছে। প্রতি রাতেই বিভিন্ন গ্রামে ডাকাত হানা দিচ্ছে। ডাকাত আতংকের কারণে রাত জেগে নিজ বাড়ী পাহারা দিচ্ছেন লোকজন। ছাতক উপজেলায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ও মারাত্মক সংকট দেখা দিয়েছে। অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম কয়েকগুন বৃদ্ধি করেছে।