ফেঞ্চুগঞ্জে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বণিক সমিতির খাবার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২২, ৯:৩৮:২৪ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা: ফেঞ্চুগঞ্জে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন বন্যার্ত মানুষেরা। ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নে চন্ডী প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ও কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ করেছে ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতি।
সোমবার দুপুরে বন্যার্ত মানুষের মধ্যে এ খাবার বিতরণ করা হয়। এতে ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন উপস্থিত থেকে খাবার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি নুরুল ইসলাম বাছিত, সহ সভাপতি ইকবাল আহমদ খান, সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ জুয়েল, সহ সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার খান বাবু, অর্থ সম্পাদক শাহিন আহমদ খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ টিটু আহমদ, সদস্য সৈয়দ আক্তার, তোফায়েল আহমদ ইমন, আফজাল হোসাইন।