১০০ ঘন্টা পর উপশহরে আংশিক বিদ্যুৎ চালু
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২২, ৯:৩৬:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : টানা ১০০ ঘন্টা পর নগরীর উপশহর আংশিক এলাকায় বিদ্যুৎ চালু হয়েছে। সোমবার রাতে সংযোগ চালু করে বিদ্যুৎ বিভাগ। চলমান বন্যা পরিস্থিতিতে এখনো অন্ধকারে রয়েছে নগরীর অধিকাংশ বন্যা কবলিত এলাকা।
বিদ্যুৎ বিক্রয় বিতরণ বিভাগ- ২ এর প্রধান প্রকৌশলী শামছ-ই আরেফিন জানান, বন্যায় সিলেটের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়। মানুষের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে বন্যা কবলিত এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে সংযোগ বিচ্ছিন্ন থাকা এলাকাসমুহে বিদ্যুৎ সরবার করা হচ্ছে। প্রথম ধাপে উপশহরের আংশিক এলাকায় বিদ্যুৎ চালু হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ঝুকিমুক্ত এলাকায় বিদ্যুৎ চালু হবে।
তিনি জালালাবাদকে বলেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপশহরের ই ব্লকের আংশিক, এফ ও জি ব্লকের অধিকাংশ বাসায় বিদ্যুৎ সংযোগ চালু হয়েছে। বিদ্যুৎ বিভাগের লোকজন বাসায় বাসায় গিয়ে ঝুঁকিপূর্ণ বাসার সংযোগ বিচ্ছিন্ন করে ঝুঁকিমুক্ত বাসার বিদ্যুৎ লাইন সংযোগ রেখেছে।