বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে নেক ফাউন্ডেশন ইউকে
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২২, ১১:৪৮:২৪ অপরাহ্ন
স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংস্থা নেক ফাউন্ডেশন। ‘মানুষ মানুষের জন্য’ স্লোগানকে ধারণ করে সংস্হাটি সোমবার দিনভর সিলেট নগর ও ওসমানীনগরে মানুষের দ্বারে দ্বারে সহায়তা পৌঁছে দিয়েছে।
সহায়তার মধ্যে ছিলো নগদ অর্থ, শুকনা খাবারসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী।
ওসমানীনগরের দয়ামির হাইস্কুল ও দয়ামির কলেজে বন্যা আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া মানুষের মাঝে নগদ অর্থ ও সহায়তা প্রদানকালে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা আওয়ামীলীগ এর সদস্য সাবেক ভিপি জুবায়ের আহমেদ শাহীন, প্যানেল চেয়ারম্যান আফরুজুল হক, নেক ফাউন্ডেশনের বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক আবরার মোস্তফা খান, আওয়ামীলীগ নেতা শায়েস্তা মিয়া, ছাত্রলীগ নেতা সালেহ আহমদ সালাম প্রমুখ।
একইসময় দয়ামিরের ফারুক আলীর বাড়ীতে আশ্রয় নেয়া বন্যার্তদের মাঝে নেক ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ টাকা বিতরণ করেন দয়ামীর ইউনিয়নের চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন।
এদিকে, সিলেট নগরে নেক ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা বিতরণ করেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট সেক্রেটারী আব্দুর রহমান জামিলসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
যুক্তরাজ্য থেকে বিতরণ কার্যক্রম তত্বাবধান করেন নেক ফাউন্ডেশন এর চেয়ারম্যান জামাল আহমদ খান।