জৈন্তায় পানির স্রোতে ভেসে যাওয়ার ৫ দিন পর মা ও শিশুর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২২, ৬:৫২:২৪ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে পানিতে ডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার দরবস্ত ইউনিয়নের আমীরাবাদ গ্রাম সংলগ্ন বাসারখালে। স্থানীয় জনতার সহায়তায় পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতরা হলেন, নজমুন নেছা (৫০), তিনি দরবস্ত ইউনিয়নের মহালিখলা গ্রামের মৃত আজব আলীর স্ত্রী এবং ছেলে আব্দুর রহমান (১২)।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবল বন্যায় যখন গ্রামের খালবিল নদী, নালা পানির স্রোতে থৈ থৈ করছে, ঠিক তখনই মহালিখলা গ্রামের আজব আলীর স্ত্রী নজমুন নেছা (৫০) শিশু ছেলে আব্দুর রহমান (১২) কে নিয়ে ১৭ জুন শুক্রবার সকালে পার্শ্ববর্তী আমীরাবাদ গ্রামে মেয়ের বাড়ীতে পায়ে হেঁটে রওয়ানা দেন। সেখানে পৌঁছে মেয়ের খোঁজখবর নিয়ে পুনরায় বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে পানির স্রোতে কোথাও যেনো তারা আটকে পড়ে এবং সেখানেই মা ও ছেলের মৃত্যু হয়। ২১ জুন মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন আমীরাবাদ গ্রামের বাসেরখালে কারেন্ট জালে মাছ ধরতে গিয়ে তাদের লাশ দেখতে পায়। এসময় স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান বাহারুল আলম বাহারকে অবগত করলে তিনি জৈন্তাপুর মডেল থানা পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করেন।
এদিকে, বন্যার কারণে সর্বত্র বিদ্যুৎ বিচ্ছিন্ন, তাই সবারই মোবাইল ফোন বন্ধ থাকায় উভয় পরিবারই কারো সাথে যোগাযোগ করতে পারেনি। নিহত মহিলার পরিবার মনে করছিল তারা মেয়ের বাড়ীতেই আছে, আবার মেয়ের ধারনা তারা বাড়ীতেই ফিরে গেছে।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ জানান, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। ঘটনাস্থলে প্রথমে লাশের পরিচয় পাওয়া যায়নি, কিছুক্ষণের মধ্যেই বিষয়টা চুতুর্দিকে ছড়িয়ে পড়লে আশপাশ গ্রামের লোকজন জড়ো হতে থাকে এবং এক পর্যায়ে নিহত মহিলার মেয়ে এসে শনাক্ত করলে পরে আমরা লাশ পরিবারের কাছে হস্তান্তর করি।