বিপর্যস্ত সিলেটবাসীর দুঃখ চট্টগ্রামবাসীও ভাগাভাগি করতে চায় – চট্টগ্রাম জামায়াত সেক্রেটারী
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২২, ৬:৫৯:১৯ অপরাহ্ন
চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ নুরুল আমীন বলেছেন, ভয়াল বন্যায় পুরো সিলেট একটি বিপর্যস্ত অঞ্চলে পরিণত হয়েছে। সর্বত্র মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। রাস্তাঘাট, ঘরবাড়ী ধ্বংস হয়ে গেছে। চারদিকে খাবারের জন্য হাহাকার চলছে। ভয়াল বন্যায় বিপর্যস্ত সিলেট অঞ্চলের মানুষের দুঃখ চট্টগ্রামের মানুষও ভাগাভাগি করতে চায়। তাই ভাইয়ের প্রতি ভাইয়ের ভালবাসার টান থেকেই আমরা চট্টগ্রাম থেকে সামান্য উপহার নিয়ে এসেছি। এক ভাইয়ের বিপদে অপর ভাই বসে থাকতে পারেনা। আমরা সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করছি। ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার মাধ্যমেই শোষণমুক্ত সমাজ বিনির্মাণ সম্ভব। বন্যা কবলিত সিলেটবাসীর কল্যাণে চট্টগ্রাম মহানগর জামায়াতের জনশক্তি কাজ করতে চায়, পাশে থেকে বিপদ মোকাবেলা করতে চায়। আমাদের ভালবাসা কেবলই আল্লাহর সন্তুষ্টির জন্য। ইনশাআল্লাহ এই সিলেট অঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলের চলমান মুসিবত দ্রæত কেটে যাবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে পারবো। এক্ষেত্রে চট্টগ্রাম মহানগর জামায়াত সিলেটের মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ।
তিনি মঙ্গলবার দিনভর চট্টগ্রাম মহানগর জামায়াতের পক্ষ থেকে সিলেট নগরীর বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে উপরোক্ত কথা বলেন। অধ্যক্ষ নুরুল আমীনের নেতৃত্বে চট্টগ্রাম মহানগর জামায়াতের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার নগরীর ২২নং ওয়ার্ডের উপশহর, ২৫নং ওয়ার্ডের বারখলা, ৩৭নং ওয়ার্ডের আখালীঘাট, ৩৯নং ওয়ার্ডের শাহাপুরসহ বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী ফয়সল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর সভাপতি আ ন ম জুবায়ের।
ত্রাণ কার্যক্রমে উপস্থিত থেকে সহায়তা করেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, জামায়াত নেতা মুফতী আলী হায়দার, মাওলানা মুজিবুর রহমান, মু. আনোয়ার আলী, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, জামায়াত নেতা মাওলানা জুনাইদ আল হাবীব, ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন ও সাবেক ছাত্রনেতা মামুন হোসাইন।
ত্রাণ বিতরণকালে সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ইতিহাসের সবচেয়ে ভয়াল বন্যার এই কঠিন সময়ে সুদুর চট্টগ্রাম থেকে আমাদের দ্বীনি ভাইয়েরা এগিয়ে এসেছেন। এজন্য সিলেটবাসী কৃতজ্ঞ। বন্যায় সিলেটে যে পরিমাণ ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠাই বন্যা পরবর্তী বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে আমরা অন্যান্য অঞ্চলের ভাইদের পাশে পাবো ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি