বিভিন্ন স্থানে ঢাকা মহানগর উত্তর জামায়াতের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২২, ৭:২৩:৫৩ অপরাহ্ন
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, সিলেটে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজমান। সরকারী ত্রাণ তৎপরতার অপ্রতুলতায় বন্যার্তদের দুর্ভোগ ক্রমশই বেড়ে চলেছে। বাংলাদেশের সবুজ ভুখন্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়দীপ্ত মজলুম সংগঠন জামায়াত শুরু থেকে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে। সিলেটের মানুষের পাশে দাঁড়াতে আমরাও ঢাকা থেকে সাধ্যমত উপহার সামগ্রী নিয়ে এসেছি। আমরা বাংলাদেশী, আমরা ভাই ভাই। তাই সিলেটের ভাইবোনদের এই দুর্যোগপূর্ণ সময়ে দুরে থাকতে পারিনি। জামায়াত যে কোন দুর্যোগে জনতার পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।
তিনি মঙ্গলবার দিনভর ঢাকা মহানগরী উত্তর জামায়াতের পক্ষ থেকে সিলেট নগরীর বিভিন্ন স্থানে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে উপরোক্ত কথা বলেন। ড. রেজাউল করিমের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর জামায়াতের ৪ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার দিনভর নগরীর ৩২নং ওয়ার্ডের মেজরটিলা ভাটপাড়া, ৩৩নং ওয়ার্ডের ধনুকান্দি পাচঘরী, ২৬নং ওয়ার্ডের ঝালোপাড়া সহ বিভিন্ন বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারী নাজিম উদ্দিন মোল্লা সহ জামায়াত নেতৃবৃন্দ।
ত্রাণ কার্যক্রমে উপস্থিত থেকে সহায়তা করেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, শাহপরান পূর্ব থানা জামায়াতের আমীর শামীম আহমদ, দক্ষিণ সুরমা থানা সেক্রেটারী মাওলানা ফয়জুল ইসলাম জায়গীরদার, সহকারী সেক্রেটারী কাজী জাফর আহমদ, জামায়াত নেতা আব্দুল ওয়াদুদ ও আব্দুস সোবহান প্রমূখ।
এসময় সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ বলেন, সিলেটবাসীর এই কঠিন দুর্যোগে সিলেটবাসীর পাশে দাঁড়িয়ে ঢাকা মহানগরী উত্তরসহ আমাদের বিভিন্ন জেলা ও মহানগরের ভাইয়েরা ভ্রাতৃত্ববোধের একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সম্মিলিতভাবে অতীতের ন্যায় বর্তমানের এই বন্যা পরিস্থিতি থেকে অচিরেই আমরা মুক্তি লাভ করবো ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি