ডুবে গেছে হংকংয়ের বিখ্যাত ভাসমান রেস্টুরেন্ট
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২২, ৮:১১:৪৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: ৫০ বছর চালু থাকার পর জাম্বো নামের হংকংয়ের বিখ্যাত এক ভাসমান রেস্টুরেন্ট ডুবে গেছে। পোতাশ্রয় থেকে সরিয়ে নেওয়ার কয়েকদিন পর ঐতিহ্যবাহী এ রেস্টুরেন্টটি পানির নিচে তলিয়ে গেছে।
রেস্টুরেন্টটির মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যাবারডিন রেস্টুরেন্ট এন্টারপ্রাইজ জানায়, অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার পথে রোববার দক্ষিণ চীন সাগরে রেস্টুরেন্টটি ডুবে যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটি দুঃখপ্রকাশ করেছে। তবে এতে কোনো নাবিক হতাহত হয়নি। এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ধারণা করা হয়, ঐতিহ্যবাহী এ রেস্টুরেন্টে ৩০ লাখের বেশি অতিথি খেয়েছেন। তাদের মধ্যে রানি দ্বিতীয় এলিজাবেথ, টম ক্রুজ ও রিচার্ড ব্র্যানসন উল্লেখযোগ্য। জেমস বন্ড সিরিজের একটি চলচ্চিত্রসহ বেশ কয়েকটি সিনেমায়ও এ রেস্টুরেন্টটির অবতারণা করা হয়।
রেস্টুরেন্টটির মালিকপক্ষ জানায়, রেস্টুরেন্টটির স্থানান্তরের আগে পরীক্ষা-নিরীক্ষা করে দেখার জন্য নৌবাহিনীর প্রকৌশলীদের ডাকা হয়েছিল। তাছাড়া, রেস্টুরেন্টটি সরিয়ে নেওয়ার জন্য মিলেছিল সব ধরনের আনুষঙ্গিক অনুমোদনও। নতুন পরিচালকের কাছে হস্তান্তরের আগে অজ্ঞাত স্থানে রেস্টুরেন্ট বহনকারী জাহাজটির অবস্থান করার কথা ছিল। কিন্তু বৈরী পরিস্থিতির কারণে প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে রেস্টুরেন্টটি ডুবে যায়। ডুবে যাওয়া স্থানটির গভীরতা এক হাজার মিটারের বেশি থাকায় উদ্ধারকাজ পরিচালনা করা বেশ কষ্টসাধ্য ছিল।
ঐতিহ্যবাহী এ রেস্টুরেন্টটি বেশ কয়েক বছর ধরেই আর্থিকভাবে ক্ষতির মধ্য দিয়ে যাচ্ছিল। গত মাসে রেস্টুরেন্টটির পরিচালনা প্রতিষ্ঠান মেলকো ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট জানায়, ২০১৩ সাল থেকেই রেস্টুরেন্টটি লাভের মুখ দেখেনি। কোভিড মহামারি ছিল এ রেস্টুরেন্টটির আর্থিক ক্ষতির কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। মহামারির কারণে নৈশভোজ পরিষেবা বন্ধ হয়ে গেলে ২০২০ সালের মার্চে রেস্টুরেন্টটি বন্ধ হয়ে যায়।