ওসমানীনগর-বালাগঞ্জের ১৪ ইউনিয়নে বন্যার অবনতি
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২২, ৮:৪৪:১৭ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ভারত থেকে নেমে আসা পানিতে ওসমানীনগর-বালাগঞ্জ উপজেলার ১৪ ইউনিয়নে বন্যার অবনতি হচ্ছে। পানিবন্দি মানুষ খদ্যের জন্য হাহাকার করছেন। ডুবে গেছে দুই উপজেলার সকল রাস্তাঘাট।
কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে বালাগঞ্জ-ওসমানীনগর এলাকার গ্রাম গুলো নতুন করে প্লাবিত হচ্ছে। সিলেট-ঢাকা মহাসড়কের পূর্ব পাশের্^ কোথাও কোথাও প্রায় অর্ধ হাত পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে দুই উপজেলার হাজার হাজার বাড়ি ঘরে পানি উঠেছে। বানভাসি মানুষের বসত ঘরে পানি ডুকে গেলে প্রায় সকল মানুষের ঘরের মাটির রান্নার চুলা ভেঙ্গে গেছে। এতে নিজ ঘরে আটকে পড়া মানুষের রান্নার ব্যবস্থা না থাকায় খাদ্যের অভাবে উপোস থাকতে হচ্ছে। তাই বানভাসি মানুষের আশ্রয়কেন্দ্রগুলো সহ দুই উপজেলার তলিয়ে যাওয়া ঘর বাড়িতে আটকে পড়া মানুষের খাদ্যের প্রয়োজন।
বানের পানিতে ভেসে গেছে দুই উপজেলার ১৪ ইউনিয়নের শত শত খামারির পুকুরের চাষকৃত মাছ। উপজেলার সকল রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ার কারণে নিধারুণ কষ্টে দিন যাপন করতে হচ্ছে বিবিন্ন প্রকারের যানবাহন শ্রমিকদের। গরীব অসহায় এসব মানুষের জীবন রক্ষা করতে হলে সরকারের পাশাপাশি সমাজের ধনাঢ্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠনকে ত্রাণ কাজে এগিয়ে আসা সময়ের দাবী।