কানাইঘাটে জামায়াতের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২২, ৯:৪১:০৯ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ভয়াবহ বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পুণ্যভ‚মি সিলেট। ১ম দফা বন্যায় ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার আগেই ২য় দফার প্রবল বন্যায় আক্রান্ত হয়েছে এই জনপদ। বন্যাক্রান্ত মানুষের দুঃখ দুর্দশা অবর্ণনীয়। এরকম ক্রান্তিকালে কেউ বসে থাকার সুযোগ নেই। দল মত নির্বিশেষে সবাইকে সিলেটবাসীর পাশে দাঁড়াতে হবে।
অধ্যাপক মুজিবুর রহমান মঙ্গলবার কানাইঘাট উপজেলার চতুল বাজার, বীরদল খালোমুরা ও দিঘীরপাড় এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মুজিবুর রহমান ভ‚ঁইয়া, সিলেট উত্তর জেলা আমীর হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান, নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, কানাইঘাট উপজেলা আমীর মাওলানা আব্দুল করীম, নায়েবে আমীর মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারী হাফেজ তাজ উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা বিলাল আহমদ, ইকবাল হোসেন, সমাজসেবী সরোয়ার ফারুকী, কবীর আহমদ, মোহাম্মদ ফয়জুল্লাহ, মামুনুর রশিদ প্রমুখ।
এ সময় বন্যার্তদের মধ্যে বিভিন্ন প্রকারের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি