নগরে সড়ক বন্ধে দুর্ভোগ
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২২, ১০:০৯:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেট-সুনামগঞ্জ। এই দুই জেলার দু:খ দুর্দশার চিত্র দেখতে কাল এসেছিলেন প্রধানমন্ত্রী। হেলিকপ্টারে ভাসমান দুই জেলা অবলোকন করে তিনি সকাল ১০টায় অবতরণ করেন ওসমানী বিমানবন্দরে। এরপর সরাসরি আসেন সিলেট সার্কিট হাউসে।
প্রধানমন্ত্রীর নগরীতে আগমনকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়। শত শত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান নেন বিমানবন্দর থেকে সার্কিট হাউস পর্যন্ত রাস্তায়। একইসাথে তাঁর শাহজালাল রহ. ও শাহপরান রহ. এর মাজারত জিয়ারতের সূচি থাকায় সেখানেও কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। এতে যে সড়ক দিয়ে প্রধানমন্ত্রী যাবেন সেইসব সড়কও বন্ধ করে দেয়া হয়। আরোপ করা হয় কড়াকড়ি। পূর্ব ঘোষণা ছাড়াই ৪ ঘন্টা বন্ধ রাখা হয় বিভিন্ন সড়ক। ফলে উভয় পাশে আটকে থাকে শত শত যানবাহন। জরুরী প্রয়োজনে বের হতে গিয়ে পথাচরীরা পড়েন চরম দুর্ভোগে।
বিশেষ করে বন্যাদূর্গত এলাকার উদ্দেশে ছেড়ে আসা ত্রাণবাড়ী গাড়িগুলো পড়ে বেশী বিড়ম্বনায়। এসব গাড়িতে কেউ আসেন রান্না করা খাবার নিয়ে, কেউ শুকনা খাবার নিয়ে আবার কেউ ত্রাণ সামগ্রী নিয়ে। বন্ধ সড়কে দীর্ঘক্ষণ আটকে থেকে রান্না করা খাবার নষ্ট হয় অনেকে জানান। এ অবস্থায় সচেতন পথচারীর মন্তব্য, প্রধানমন্ত্রী এ চিত্র নিজ চোখে দেখলে নিশ্চয়ই ক্ষোভ ঝাড়তেন।