এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল দুই সপ্তাহ
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২২, ১০:৩৪:২৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : বন্যা পরিস্থিতির মধ্যে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আরো দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, ফরম পূরণ চলবে আগামী ৬ জুলাই পর্যন্ত। আর ৭ জুলাই পর্যন্ত পরিশোধ করা যাবে ফি।
আগের সূচি অনুযায়ী আগামীকাল বুধবার ফরম পূরণের শেষ দিন হওয়ার কথা ছিল। সোমবার ঢাকা শিক্ষা বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় ৬ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি প্রদানের সময় ৭ জুলাই পর্যন্ত পুনর্র্নিধারণ করা হলো।
গত ৮ জুন থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। এর আগে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।