লাউয়াইয়ে জেলা বিএনপির খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২২, ৬:২৮:১৮ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তারা নিশিরাতে ভোট চুরি করে রাষ্ট্রক্ষমতা দখল করেছে। যে কারণে জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। বর্তমান পরিস্থিতিতে দেশের সর্বস্তরের জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই সরকারের বিদায় ঘণ্টা বাজাতে হবে।
বুধবার সকালে সিলেট জেলা বিএনপির উদ্যোগে দক্ষিণ সুরমার স্টেশন রোডের লাউয়াই এলাকায় ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম শিপলু ও সাবেক সভাপতি আব্দুল বাসিতের সহযোগিতায় ২৩০০ মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা মাহবুবুল হক চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক কুহিন‚র আহমদ, জেলা বিএনপি নেতা এডভোকেট মুজিবুর রহমান, এডভোকেট সাঈদ আহমদ, জাকারিয়া খান, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, ডা. এনামুল হক, আব্দুল মালিক মল্লিক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম তুরন, সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা, প্রচার সম্পাদক মাহবুব আলম, নুরুল আমীন, পাবেল, আলতাব হুসেন, জায়েদুল ইসলাম জায়েদ, রায়হানুল হক, জয়নাল আবেদীন, শাহ টিপু সুলতান, হেলাল আহমদ মামুন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজান, যুবদল নেতা হুমায়ুন রশিদ, আব্দুল বাসিত, আলা উদ্দিন আল ফারাবি, ছাত্রদল নেতা সোহানুর রহমান সামাদ, রাসেল আহমদ, জুয়েল আহমদ, ফাহাদ আহমদ আবির সাকি চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি