মাছুদীঘির পারে এমদাদ চৌধুরীর ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২২, ৬:৪৫:৩৩ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির আহŸায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যা দুর্যোগের মধ্যে সিলেটের মানুষ। চতুর্দিকে মানুষের হাহাকার আর চিৎকার। কিন্তু কোথাও মিলছেনা সরকারী ত্রাণ কিংবা সাহায্য। বিভিন্ন সংগঠন ও ব্যক্তিরা বন্যার্তদের সাহায্যে এগিয়ে এসেছেন। এরপরও বন্যার্তের তুলনায় সেই ত্রাণ তৎপরতা খুবই কম। এক্ষেত্রে সরকারকে এগিয়ে আসতে হবে।
তিনি মঙ্গলবার সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহŸায়ক এমদাদ চৌধুরী উদ্যোগে নগরীর ২৪নং ওয়ার্ডের তেররতন এলাকার বেসরকারী আশ্রয় কেন্দ্র ও ১৩নং ওয়ার্ডের মাছুদীঘিরপার এলাকায় পানিবন্দি মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকালে উপরোক্ত কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন সুদীপ রঞ্জন সেন বাপ্পু, যুগ্ম আহŸায়ক এমদাদ হোসেন চৌধুরী, সদস্য মতিউল বারী খুর্শেদ, মহানগরের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক কামরুল হাসান, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাজেদ খান, ৯নং ওয়ার্ড বিএনপির আহŸায়ক কমিটির সদস্য মিজানুর রহমানর পাভেল, ২৪নং ওয়ার্ড বিএনপির আহŸায়ক কমিটির সদস্য লুৎফুর রহমান মোহন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নির্ঝর রায় ও সাবেক ছাত্রদল নেতা মুত্তালিব পাশা প্রমূখ। বিজ্ঞপ্তি