বন্যার্তদের চিকিৎসা সেবা দিচ্ছে নর্থইস্ট মেডিকেল
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২২, ৭:৩৪:৫০ অপরাহ্ন
নর্থইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। পাশাপাশি ফ্রি মেডিসিন ও চিকিৎসা সেবা প্রদানে চারটি মেডিকেল টিম বন্যা কবলিত আশ্রয় কেন্দ্রগুলোতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এম সি একাডেমি গোলাপগঞ্জ, ঢাকাদক্ষিণ উচ্চবিদ্যালয়ে নিয়মিত ফ্রি মেডিকেল টিম চিকিৎসা প্রদান অব্যাহত রেখেছে। এছাড়াও নর্থইস্টের পক্ষ থেকে বদিকোনা, তেতলি, প্রগতি উচ্চবিদ্যালয়, সিলাম মাদ্রাসা, ধরাধরপুরে অবস্থিত আশ্রয় কেন্দ্র গুলোতে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এবং এ কার্যক্রম চলমান থাকবে। বিজ্ঞপ্তি