জেলা বিএনপি সংবাদ সম্মেলন: রঙিন চশমা খুলে প্রধানমন্ত্রীকে বন্যার বাস্তব চিত্র দেখার আহবান
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২২, ৭:৫৩:৫৩ অপরাহ্ন
চোখের রঙিন চশমা খুলে সিলেটসহ দেশের বাস্তবচিত্র দেখতে প্রধানমন্ত্রী ও সরকারের প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ। সিলেট অঞ্চলে সাম্প্রতিক বন্যার ভয়াবহতা এবং বিএনপির তৎপরতা নিয়ে প্রধানমন্ত্রীর ঠাট্টার জবাব দিতে জেলা বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ আহবান জানান।
বুধবার দুুপুরের দিকে সিলেট নগরের দক্ষিণ দরগাহ গেইট এলাকায় একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেন, সিলেট ও সুনামগঞ্জ জেলায় শতাব্দীর ভয়াবহ বন্যা চলমান রয়েছে। সিলেটের মানুষ অসহায় হয়ে চরম দুর্ভোগের মাঝে সময় পার করছেন। এই সময়ে প্রতিদিনের মত আজও আমাদের জেলার কোনো না কোনো প্রত্যন্ত অঞ্চলে বানভাসী মানুষদের পাশে থাকার কথা ছিল, এখানে আসার আগেও আমরা ত্রাণ বিতরণ কর্মসূচীতে ছিলাম, এই সংবাদ সম্মেলনের পরও আমরা ছুটে চলব বন্যার্তদের পাশে। তাঁর পরও এই কঠিন সময়ে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে সংবাদ সম্মেলনে আসতে হলো। সিলেটের মানুষ যখন অসহায় হয়ে নিরব কান্না করছে, বিএনপির নেতাকর্মীরা যখন পানি ডিঙ্গিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছে, ঠিক তখনই দেশের সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তি বন্যায় বিএনপির কর্মতৎপরতা নিয়ে ঠাট্টা করছেন।
কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটে বন্যার শুরু থেকেই বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রচার হচ্ছে। কিন্তু তারপরও রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি আমাদের তৎপরতা নিয়ে উপহাস করছেন। শুরু থেকেই আমরা বানভাসিদের মধ্যে ত্রাণ বিতরণ করছি। দলের ভারপ্রাপ্ত চেয়রম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সবাই সিলেটবাসীর খবর নিচ্ছেন।
তিনি আরও বলেন, আমরা ১৩টি উপজেলার ৩৬ হাজার ২শ’ পরিবারকে শুকনো খাবার, ১ লাখ ৯৩ হাজার জনকে তৈরি করা খাবার ও বিশুদ্ধ পানি এবং ১১ হাজার ৩শ’ পরিবারকে নগদ অর্থ দিয়েছি। আগামীতে তা আরও বাড়বে। তারপরও যখন প্রধানমন্ত্রী আমাদের কার্যক্রম দেখেননা, তখন তা দেখার দায়িত্ব সিলেটবাসীর কাছে ছেড়ে দিলাম।
সিলেটে ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ নিজেদের দুর্নীতি ঢাকতে পদ্মাসেতুর নির্মাণ ব্যয় বাড়িয়ে নেতারা শ’ শ’ কোটি টাকা লুটপাট করেছেন। এখন সিলেটকে বিক্রি করে তারা মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের পাঁয়তারা করছেন। দেশের একটি বৃহত্তর অঞ্চল যখন পানির নিচে, তখন সরকার পদ্মা সেতু উদ্বোধনের নামে কোটি কোটি টাকা খরচ করে বিদেশি শিল্পিদের এনে অনুষ্ঠানের নামে পানিবন্দি মানুষদের সাথে উপহাস করছে। জনগণ সময়মত এর দাঁতভাঙ্গা জবাব দেবে।
সংবাদ সম্মেলনে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপি নেতা শামীম আহমদ, অ্যাডভোকেট আশিক উদ্দিন, মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, ইসতিয়াক আহমদ সিদ্দিকী, মাহবুবুল হক চৌধুরী, কোহিনুর আহমদ, অ্যাডভোকেট মুজিব, রফিকুল ইসলাম শাহপরান, অ্যাড. মোস্তাক আহমদ, অ্যাড. আল আসলাম মুমিন, জেলা যুবদলের সদস্যসচিব মকসুদ আহমদ, যুবদল নেতা অ্যাড. সাঈদ আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকির হোসেন খান, সিলেট মহানগর ছাত্রদলের দলের সাধারণ ফজলে রাব্বি আহসান, ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপু, জেলা জাসাস’র সদস্যসচিব রায়হান এইচ খান, বিএনপি নেতা মনিরুল ইসলাম তুরণ, মাহবুব আলম, পাবেল, হারুন আহমদ, রায়হান আহমদ, শামসুর রহমান সুজা, মাহমুদ আহমদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি