রাজনগরে জামায়াতের শুকনো খাবার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২২, ৯:১৩:২২ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দুটি আশ্রয়কেন্দ্রে বুধবার দুপুর ৩টা হতে ৫টা পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
উত্তরভাগ ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহির আলমের পরিচালনায় ত্রাণ বিতরণ প‚র্বে বন্যার্তদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মৌলভীবাজার জেলা আমীর মোঃ আব্দুল মান্নান। এতে আরো বক্তব্য রাখেন জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, ১নং ওয়ার্ড মেম্বার মোঃ ওয়ালিউর রহমান। একাধিক স্পটে এলাকার ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ আবুল কালাম আজাদ, মোঃ কয়েছ আহমদ, শাহিন আহমদ, ছালিক আহমদ, আবুল হোসেন, শিফার আহমদ, নাসির আহমদ ও আব্দুল আজিজ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর বলেন, আমরা এসেছি আপনাদের কাছে দোয়া নিতে। আরো আগে আসা উচিত ছিল। আপনারা মজলুম সংগঠন জামায়াতে ইসলামীর জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করছি, যাতে আপনাদের এই কষ্টকে সহজে লাঘব করে। আমরা আশাবাদী অচিরেই আপনাদের এ কষ্ট দ‚র হয়ে যাবে ইনশাআল্লাহ।