কানাইঘাটে উপজেলা প্রশাসনের সভা
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২২, ৯:৩৪:৩৪ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সভা বুধবার বিকেল ৩টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে এ সভায় উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মুনমুন নাহার আশাসহ প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তা ও কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি বলেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট অঞ্চলের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে বানভাসি কেউ না খেয়ে থাকবে না, সবার ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হবে, প্রধানমন্ত্রীর এ নির্দেশ পালনে আমরা প্রশাসনের কর্মকর্তারা প্রস্তুত রয়েছি। সভায় স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে যেসব বন্যা দুর্গত এলাকার পরিবারগুলোর মধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুধীজনদের নিয়ে ৯টি ইউনিয়ন ও পৌরসভায় কমিটি গঠনের মাধ্যমে প্রতিটি ইউনিয়নের বন্যা দুর্গত এলাকার সঠিক তথ্য যাচাই বাছাই করে এখনও পর্যন্ত যারা সরকারি ত্রাণ পাননি সেইসব বন্যার্ত পরিবারগুলোকে চিহ্নিত করে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে অত্যন্ত স্বচ্ছতার সাথে আমরা ত্রাণ সামগ্রী পৌঁছে দিব। সেই লক্ষ্যে সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।