দেশে করোনা শনাক্ত হাজার ছাড়াল
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২২, ৯:৫৮:৫৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩৫ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। চার মাস পর দেশে দৈনিক করোনা শনাক্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এর আগে করোনার অমিক্রন ধরনের দাপটের মধ্যে গত ২৫ ফেব্রæয়ারি ১ হাজার ৪০৬ জনের করোনা শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় টানা তিন দিন ধরে মৃত্যু হলো। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার আগের দিনের চেয়ে ২ শতাংশ বেড়েছে।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজার ৫৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৩০। আগের দিন এই হার ছিল ১১ দশমিক ০৩। আগের দিন করোনা শনাক্ত হয়েছিল ৮৭৪ জনের।
এর আগে দেশে করোনা শনাক্তের হার ১০–এর ওপরে ছিল গত ১৭ ফেব্রæয়ারি, ১০ দশমিক ২৪। এরপর শনাক্তের হার ধারাবাহিকভাবে কমে ছিল।