পেট্রোবাংলা ও জালালাবাদ গ্যাসের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২২, ৭:৪১:১৫ অপরাহ্ন
বর্তমান সরকারের বিঘোষিত নীতি ও কর্মসূচীর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে কাঙ্খিত লক্ষ্য অর্জন এবং কোম্পানির কর্মকান্ডে দায়বদ্ধতা নিশ্চিতকরণের লক্ষ্যে পেট্রোবাংলা চেয়ারম্যান নাজমুল আহসান এবং জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিঃ (জেজিটিডিএসএল) এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন কর্তৃক যথাক্রমে পেট্রোবাংলা ও জেজিটিডিএসএল-এর পক্ষে ২২ জুন পেট্রোবাংলার বোর্ড রুমে ২০২২-২০২৩ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়। এপিএ স্বাক্ষর ও হস্তান্তর অনুষ্ঠানে পেট্রোবাংলার পরিচালকবৃন্দ, পেট্রোবাংলার অধীনস্থ অন্যান্য কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকগণ এবং কোম্পানিসমূহের এপিএ টিমের আহবায়কবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি