সহস্রা ধিক বন্যার্তের মধ্যে বাসদের খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২২, ৭:৪৩:২০ অপরাহ্ন
ভয়াবহ বন্যা কবলিত সিলেট সদর উপজেলার বিভিন্ন গ্রামে বাসদের উদ্যোগে সহস্রাধিক মানুষকে রান্না করা খিচুড়ী এবং শতাধিক পরিবারে চাল-ডাল-আলু-পেঁয়াজ-চিড়াসহ প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়েছে।
বুধবার বাসদের উদ্যোগে টানা ৬ষ্ঠ দিনের মতো বানভাসি মানুষদের এই খাদ্য সহায়তা করা হয়। সকাল সাড়ে ১১ টায় টুকের বাজার ও খাদিম চাতল গ্রামে আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফেরা শতাধিক পরিবারে চাল-ডাল-আলু-পেঁয়াজ-চিড়াসহ প্রয়োজনীয় জিনিসপত্র প্যাকেট করে বিতরণ করা হয়।
দুপুর থেকে সদর উপজেলার প্রত্যন্ত গ্রাম সরিষাকান্দি, শান্তিপুর, ইসলামপুর গ্রামের সহস্রাধিক বানভাসি মানুষদের জন্য বাসদের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়।
খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন চালক সংগ্রাম পরিষদের সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মন্জু আহমদ, কৃষক ফ্রন্টের সাধারণ সম্পাদক রুমন বিশ্বাস, শ্রমিক নেতা মিন্টু যাদব, সেলিম আহমদ, সুজন মিয়া, ছাত্র ফ্রন্টের মৌলভীবাজার সভাপতি বিশ্বজিৎ নন্দী, রাজীব সূত্রধর, প্রীতম দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি