বন্যার্তদের কোয়ান্টাম ফাউন্ডেশনের শুকনো খাবার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২২, ৭:৩২:৫৬ অপরাহ্ন
মঙ্গলবার টুকেরবাজার, হায়দরপুর, তপোবন, শামীমাবাদ, বিশ্বনাথ, উপশহর, সাহেববাজার, বাদাঘাট, কানাইঘাট, গোবিন্দগঞ্জ, জাউয়া বাজারের কুমারগাঁও এবং পাইগাঁও এলাকায় বন্যার্তদের মধ্যে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ করা হয়।
বিভিন্ন স্থানে শুকনো খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক বীর মুক্তিযোদ্ধা সিতাব আলী, সিলেট সেন্টার ইনচার্জ শাহরিয়ার আহমদ, আম্বরখানা শাখার পরিচালক অধ্যাপক শেখ আব্দুর রশিদ এবং ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন জয়নুল আবেদীন, আব্দুল মালেক খান শাফি, নাসের আহমদ, তারেক মজুমদার, মোতাহির আলী, আসাদুজ্জামান, জাকির আহমদ, জিয়াউর রহমান, গোলাম মাওলা এবং বদরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৮০০ কেজি মুড়ি, ৪০০ কেজি চিড়া, ২৫০ কেজি গুড়, ২৫৮০ পিছ মোমবাতি, ৭৮০ পিছ দিয়াশলাই, ৩৫০ লিটার বিশুদ্ধ খাবার পানি। বিজ্ঞপ্তি