রেড ক্রিসেন্ট সোসাইটির হাইজিন কিটস ও তেরপাল বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২২, ৭:৩১:৪৯ অপরাহ্ন
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে বুধবার দিনব্যাপী সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারের করসনা ও বিবিদইল গ্রামে বন্যা কবলিত একশো পরিবারের মাঝে হাইজিন কিটস ও তেরপাল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল, কার্যকরী সদস্য সোয়েব আহমদ, সাবেক যুব প্রধান ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. নাজিম খান, আজীবন সদস্য মোঃ খালেদ আহমেদ, মইনুল হক টেনু, যুব রেড ক্রিসেন্টের বিভাগীয় প্রধান মুজিব খান ফাহিম, বিভাগীয় উপ প্রধান চৌধুরী লাবিব ইয়াসির, যুব সদস্য মাজহারুজ্জামান খান প্রমুখ।
বিতরণকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছে সিলেটে। মানুষ অসহায় হয়ে সাহায্যের অপেক্ষা করছেন। রেড ক্রিসেন্ট সোসাইটি যে কোন দুর্যোগ মোকাবেলায় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এরই ধারাবাহিকায় হাইজিন কিটস ও তারপলিন বিতরণ করা হয়েছে। আগামীতে আরো বড় পরিসরে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবে রেডক্রিসেন্ট সোসাইটি। বিজ্ঞপ্তি