মোগলগাঁও ইউনিয়নে হাউজিং এস্টেট এসোসিয়েশনের খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২২, ৭:৩০:২৭ অপরাহ্ন
স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেট ও সুনামগঞ্জবাসী। পানিবন্দি হয়েছিলো প্রায় ৬০ লাখ মানুষ। সহায়-সম্বল, শেষ আশ্রয় হারিয়ে হাজার হাজার মানুষ এখনও অসহায় ও মানবেতর জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতে বন্যার্ত ২০০ টি পরিবারের পাশে দাঁড়িয়েছে হাউজিং এস্টেট এসোসিয়েশন। বৃহস্পতিবার সিলেটের মোগলগাঁও ইউনিয়নের নোয়াগাঁও এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত এবং এখনও বন্যার পানির নিচে থাকা ২০০ টি পরিবারের মধ্যে দেড় লক্ষ টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও হাউজিং এস্টেট এসোসিয়েশনের উপদেষ্টা রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সংস্থার উপদেষ্টা মাহি উদ্দিন আহমদ সেলিম, বার্কিং ও ডেগেনহামের মেয়র ফারুক চৌধুরী, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওলায়েত হোসেন লিটন, ওমর মাহবুব, জাহিদুর রেজা চৌধুরী, মৌলানা জাকারিয়া, আব্দুল আলিম, জাহিদ হাসান পাবেল, মাকিন আহমদ, আলভি আহমদ চৌধুরী, সিদ্দিক আহমদ, সাইদ আহমদ, আদনান আহমদ সুফি ও রিফাত আহমদ প্রমূখ।
ত্রাণ সামগ্রীর প্রতিটি বস্তায় ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ৪ কেজি আলু, ১ কেজি গুড়, ১ কেজি চিড়া, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও শুকনো খাবার বিস্কুট ছিলো। বিজ্ঞপ্তি