বিভিন্ন স্থানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২২, ৭:২৭:৫১ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সিলেট অঞ্চল পরিচালক মাওলানা সোহেল আহমদ বলেছেন, ভয়াবহ বন্যায় সিলেট অঞ্চল বিপর্যস্ত জনপদে পরিণত হয়েছে। বন্যার ক্ষয়ক্ষতি দেখলে গা শিউরে উঠে। সরকার ও সামর্থবানদের বন্যাদুর্গত শ্রমিকদের সাহায্যে এগিয়ে আসতে হবে।
তিনি বৃহস্পতিবার দিনভর নগরীর বিভিন্ন স্থানে সিলেট মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যবস্থাপনায় খাগড়াছড়ি জেলার ব্যবসায়ী নুর আহমদ সিদ্দিকি ও এনামুল হকের পক্ষ থেকে শ্রমিকদের মধ্যে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
নগরীর ১০নং ওয়ার্ডের ডহর, মোল্লাপাড়া ও দক্ষিণ সুরমা এলাকায় মহানগর রাইসমিল শ্রমিক ইউনিয়ন ও মহানগর চারকয়েল শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, শ্রমিক নেতা মো দিলশাদ মিয়া, আবদুল হাকিম, সাইদুল ইসলাম, শোয়েব আহমদ, হোসেন আহমেদ, ফখর উদদীন, ফখরুল ইসলাম ও রাশেদ আহমদ নবাব প্রমূখ। বিজ্ঞপ্তি