কুলাউড়ায় আনসার ও ভিডিপির ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২২, ৮:২৬:৩৫ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি :
বন্যাকবলিত কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় আনসার ও ভিডিপি সিলেট রেঞ্জের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাদিপুর ও ভূকশিমইল ইউনিয়ন এলাকায় ২০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন আনসার ও ভিডিপি সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মো. নুরুল হাসান ফরিদী।
এ সময় উপস্থিত ছিলেন ২৪ আনসার ব্যাটালিয়ন কালাপুর শ্রীমঙ্গলের অধিনায়ক মো. মেহেদী হাসান, মৌলভীবাজারের জেলা কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন, সহকারী জেলা কমান্ড্যান্ট মো. ফরিদ রহমান, সিলেট রেঞ্জের সার্কেল অ্যাডজুটান্ট মো. জসিম উদ্দিন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাছিমা বেগম, উপজেলা প্রশিক্ষিকা ছালমা বেগম, উপজেলা প্রশিক্ষক মো. আনোয়ার হোসেন, কমলগঞ্জ উপজেলার প্রশিক্ষক জাহেদ হোসেন প্রমুখ।