মানবাধিকার সোসাইটি ও সোনালী স্বপ্নের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২২, ৮:৫৪:৫৪ অপরাহ্ন
জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগর শাখার উদ্যোগে ও সোনালী স্বপ্ন বাংলাদেশের ভাইস চেয়ারম্যান আশরাফ গাজীর পৃষ্ঠপোষকতায়- যুক্তরাজ্য প্রবাসীদের আন্তরিক সহযোগিতায় বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় সিলেটের বাদাঘাট-১৭ টেখারগাঁও এলাকার নিভৃত পল্লীতে পানিবন্দি অসহায় শতাধিক মানুষের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মির্জা বেলায়েত আহমদ লিটন, সাংগঠনিক সম্পাদক মেরাজ হোসেন চৌধুরী, মানবকল্যাণ সম্পাদক সাইদ আহমদ চৌধুরী, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাকিরুল গৌছ, সদস্য এমরান গাজী, টিলাগড় সুপারস্টারের সহ-সভাপতি শোভন শাহজাহান আবিদ প্রমুখ। ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সোনালী স্বপ্ন বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. আবুল হোসেন। বিজ্ঞপ্তি