ছাতকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২২, ১০:৪০:৩৬ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি :
ছাতকে বন্যার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া মখলিছুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নাদামপুর (নানশ্রী-বিলচরা) গ্রামের বাসিন্দা। নাদামপুর গ্রামের পশ্চিমে বিতরকুলাই হাওরে বৃহস্পতিবার তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা লাশ উদ্ধার করেন। ২ দিন আগে গ্রামের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। এ সময় রাস্তা দিয়ে প্রবাহিত প্রবল স্রোতে ভেসে যান মখলিছুর রহমান (৪৫)। অনেক খোঁজাখুঁজি করে ওই সময় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ।