জগন্নাথপুরে দুর্গত মানুষের মাঝে খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২২, ৬:৪০:১৫ অপরাহ্ন
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যায় বাড়ি ছাড়া আশ্রয় কেন্দ্রে থাকা দুর্গত মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হচ্ছে। গত রোববার থেকে ২৩ জুন বৃহস্পতিবার পর্যন্ত আসদুস সামাদ আজাদ অডিটরিয়াম, জগন্নাথপুর পৌরসভা, মুক্তিযোদ্ধা ভবনসহ উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও উঁচু বাড়িঘরে আশ্রয় নেয়া দুর্গত মানুষের মাঝে খাদ্য বিতরণ চলছে।
জগন্নাথপুর উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও ব্যবসায়ী জামাল মিয়া তালুকদার, মকবুল হোসেন ভূইয়া সহ বিভিন্ন ব্যক্তির নিজ উদ্যোগে বিভিন্ন সময়ে দুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। ভূরাখালি ওয়েলফেয়ার এসিসোয়েশনের উদ্যোগে ট্রাস্টি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান মিলিক, আতাউর রহমানসহ ১০ জনের উদ্যোগে সাইদুর রহমান ও মাজহারুল ইসলাম লিটনের সহযোগিতায় ২০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল।
এছাড়া আশারকান্দি ইউপি চেয়ারম্যান আইয়ূব খানের উদ্যোগে পৃথক ভাবে ত্রাণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার সেনাবাহিনী ত্রাণ বিতরণ করেন। এভাবে যে যেভাবে পারছেন দুর্গত মানুষকে সহযোগিতা করছেন।