চুনারুঘাটে ভুয়া ডাক্তার আটক
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২২, ৬:৪৪:০০ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি : চুনারুঘাট পৌর শহরের এম.কে ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকে চেম্বার করা ভুয়া ডাক্তার তামিম হোসেনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার চুনারুঘাট এম.কে ডায়গনস্টিক এন্ড ক্লিনিকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রিফাত আনজুম পিয়া এবং হবিগঞ্জ সদর হাসপাতালের সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক অভিযান পরিচালনা করে এই ভুয়া ডাক্তারকে আটক করেন।
জানা যায়, আটককৃত ব্যক্তির নাম জাফরুল হাসান। তিনি ডাঃ মোহাম্মদ তামিম নাম ব্যবহার করে দীর্ঘদিন যাবত চুনারুঘাটে ভ‚য়া চিকিৎসা দিয়ে আসছিলেন। অভিযান পরিচালকদের সহযোগিতা করেন, চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।