জগন্নাথপুরে বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২২, ৯:৪৫:১১ অপরাহ্ন
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎ লাইনের তারে স্পৃষ্ট হয়ে আতা মিয়া (৪০) নামের এক ফল ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি জগন্নাথপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, আতা মিয়া জগন্নাথপুর সদর বাজারের একজন কাঁঠাল ব্যবসায়ী। রোববার রোদ থেকে রক্ষা পেতে দোকানের উপরে বড় তেরপাল টানাতে গিয়ে পাশে থাকা পাঠাগার জামে মসজিদের নির্মাণাধীন দ্বিতীয়তলা ছাদের রডে রশি বাঁধতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎ লাইনের তারে স্পৃষ্ট হয়ে ঝুলে মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগ কর্তৃপক্ষ মৃতদেহ উদ্ধার করেন।