ফেঞ্চুগঞ্জে জুনাব আলী ট্রাস্টের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২২, ৯:২৭:৫২ অপরাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন এপেক্স ক্লাব অব ফেঞ্চুগঞ্জের সভাপতি ও হাজী জুনাব আলী মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান আবজাল হোসেন। গতকাল উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ছয় শতাধিক মানুষের মধ্যে নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
ত্রাণ বিতরণ প্রসঙ্গে আবজাল হোসেন বলেন, শতাব্দীর ভয়াবহ বন্যায় সিলেটের মানুষ দুর্বিষহ জীবন-যাপন করছেন। বানবাসী মানুষের সাহায্যে সবাই এগিয়ে আসছেন। চরম দু:সময়ে থাকা বন্যার্ত মানুষগুলোর হাতে সামান্য খাদ্যসহায়তা নিয়ে এগিয়ে এসেছে হাজী জুনাব আলী মেমোরিয়াল ট্রাস্ট। কিন্তু সরকারি যে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে তা একবারেই অপ্রতুল। এ অবস্থায় সবাইকে বানভাসী মানুষদের সাহায্যে এগিয়ে আসার দাবি জানান তিনি।