সিলেটে বন্যায় ৪০ হাজার ঘরবাড়ী বিধ্বস্ত
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২২, ৯:১১:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
সাম্প্রতিক স্মরণকালের ভয়াল বন্যায় সিলেট জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় সিলেট সিটি কর্পোরেশনসহ ১৩ টি উপজেলা ও ৫ টি পৌরসভা প্লাবিত হয়। এতে জেলার প্রায় ৩০ লক্ষ লোক পানিবন্দী হয়ে পড়েন। বুধবার পর্যন্ত জেলার ৬১৪ টি আশ্রয়কেন্দ্রে ২৫২,৭৮৪ জন লোক আশ্রয় গ্রহণ করেন। প্রত্যক্ষভাবে গ্রামীন জনপদের ৪,৮৪,৩৮৩ টি পরিবার বিভিন্নভাবে ঘরবাড়ি ভেঙ্গে এবং ফসল নষ্ট হয়ে ক্ষতিগ্রস্থ হয়েছেন। সিলেট জেলা প্রশাসন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আহসানুল আলম জানান, সিলেট সিটি কর্পোরেশন ব্যতিত জেলার ১৩ টি উপজেলা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৪০,০৯১ টি কাঁচা ঘরবাড়ি আংশিক/সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে৷ উক্ত তালিকা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বরাবর প্রেরণ করা হয়ছে এবং বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক জনগোষ্ঠীর ঘরবাড়ি নির্মাণ/মেরামতের লক্ষ্যে প্রয়োজনীয় অর্থ বরাদ/অনুদান প্রদানের জন্য আবেদন জানানো হয়েছে।