ভাড়ারের ধানে ভিটায় চারা
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২২, ১১:০৫:১৯ অপরাহ্ন
দেখে মনে হতে পারে এটি কোন চারাযোগ্য কিংবা ফসলের জমি! না, এটি আসলে তা নয়। এটি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের একটি বসত ভিটা। প্রলয়ংকারী বন্যা ওই ঘরের সব ভাসিয়ে নিয়েছে। ঘরটিও লন্ডভন্ড করে দিয়েছে। পানির তোড়ের কাছে অসহায় ওই পরিবারটি আশ্রয় নিয়েছে অন্যত্র।
এ অবস্থায় শূন্য ভিটায় তাঁদের ভাঁড়ারের (উগার) ধান থেকে গজিয়েছে চারা। শুধু এ বসতভিটায়ই, সুনামগঞ্জের অসংখ্য শূন্য ভিটায় এভাবে গজাচ্ছে চারা। ছবিটি দোয়ারাবাজার থেকে পাঠিয়েছেন মো. কামাল উদ্দিন।