বাংলাদেশ এসোসিয়েশন পিসা-ইতালির পক্ষে বন্যার্তদের অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২২, ১০:০৮:৩২ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ এসোসিয়েশন পিসা-ইতালির পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নের মেহেরপুর বাজারে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও আলাউর রহমান আলালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ফখরুল ইসলাম খান, বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক রেহান উদ্দিন রায়হান, আব্দুল কাইয়ুম,মীর ডাঃ কাওছার হোসেন, শামাম আহমদ মাওলানা রেজাউল করিম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবী এনাম উদ্দিন, আল ফালাহ জামে ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ আব্দুল কাদির, এনার উদ্দিন, রুহেল আহমদ, আব্দুল আহমদ প্রমুখ।
এরপর নৌকা যোগে শরীফগঞ্জ ইউনিয়নের পনাইরচক দ্বী-পাক্ষিক উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, খাটকাই গ্রামে, কদুপুর আজির বাড়ির ঘাটে, বসন্তপুর, কালীকৃষ্ণপুর মডেল হাই-স্কুল আশ্রয় কেন্দ্রে, ইসলামপুরে, নুরজাহানপুর, রাংজিওলের বানভাসি মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন সংস্থাটির নের্তৃবৃন্দ।
এছাড়াও গোলাপগঞ্জ উপজেলা সহ সিলেটের বিভিন্ন উপজেলার ৬০০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে জনপ্রতি ৫০০টাকা করে মোট ৩ লক্ষ টাকার নগদ অর্থ প্রদান করা হয়। বানভাসিরা নগদ অর্থ পেয়ে তারা বাংলাদেশ এসোসিয়েশন পিসা-ইতালিকে ধন্যবাদ জানান।