কুলাউড়ায় সাংবাদিক হামিদের মাতৃ বিয়োগ
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২২, ১০:০৯:৩২ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার পৃথিমপাশা নিবাসী মৌলভীবাজার জেলার গণমাধ্যমকর্মী এম এ হামিদ এর মাতা কুলসুমা বেগম ইন্তেকাল করেছেন।
শনিবার বিকেলে তিনি পৃথিমপাশা ইউনিয়নের হাসামপুরস্থ নিজ গ্রামের বাড়িতে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমার নামাজে জানাযা শনিবার রাত সাড়ে ৯ টায় পারিবারিক গোরস্থান সংলগ্ন মাঠে সম্পন্নের পর দাফন কাজ সম্পন্ন করা হয়।