গণসংগীত শিল্পী মিছবাহ’র ইন্তেকাল : আজ ১১টায় শাহী ঈদগাহ মাঠে জানাজা
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২২, ৪:১১:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
গণসংগীত শিল্পী মিছবাহ উদ্দিন শনিবার দিবাগত রাত সোয়া ২ টায় (৩ জুলাই) ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি…….রাজেউন)।
মরহুমের জানাযা আজ সকাল ১১টার টার সময় শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
মিসবাহ নববই দশকে আল হেরা শিল্পী গোষ্ঠীর একজন সংগঠক ছিলেন। দরাজ কন্ঠে তাঁর সঙ্গীত সবাইকে বিমোহিত করত। তিনি ইসলামী আন্দোলনের একজন নিষ্ঠাবান কর্মীও ছিলেন। গানের মাধ্যমে ইসলামের কালজয়ী আদর্শের জয়গান করতেন। একজন স্বাধীনচেতা, দৃঢ়চেতা ও অদম্য মনোবলের মানুষ ছিলেন মিছবাহ উদ্দিন।