তথ্য অফিসের পানিতে ডোবা প্রতিরোধে সড়ক প্রচার শুরু
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২২, ৮:৩৭:২০ অপরাহ্ন
‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশুদের পানিতে ডোবা প্রতিরোধে সড়ক প্রচার কার্যক্রম শুরু হয়েছে।
রোববার খাদিমনগর ইউনিয়নের অন্তর্গত নতুন বাজারে অনুষ্ঠিত প্রচার কার্যক্রমের শুরুতে বক্তব্য রাখেন ইউনসেফ বাংলাদেশ সিলেট এর কমিউনিকেশন অফিসার সাঈদুল হক মিলকী। এছাড়াও বক্তব্য রাখেন সিলেট জেলা তথ্য অফিসের পরিচালক (রু.দা) উজ্জ্বল শীল। বক্তারা শিশুদের পানিতে ডোবা প্রতিরোধে সকল অভিভাবকসহ স্থানীয় জনসাধারণকে সচেতন হওয়ার আহবান জানান।
সিলেট জেলা তথ্য অফিসের পরিচালক (রু.দা.) উজ্জ্বল শীল জানান, এ প্রচার কার্যক্রম ২ জুলাই থেকে শুরু হয়েছে যা শেষ হবে আগস্ট ২০২২ মাসে। এই সময়ের মধ্যে সিলেট জেলার সকল উপজেলা ও ইউনিয়নে এ প্রচার কার্যক্রম বাস্তবায়ন করা হবে। বিজ্ঞপ্তি