সিটি হার্ট শপিং সেন্টারে আগুণ দেয়ার চেষ্টা: থানায় জিডি
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২২, ৯:৩২:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর বন্দরবাজারস্থ ‘সিটি হার্ট শপিং সেন্টার’-এ কতিপয় দুর্বৃত্তকর্তৃক আগুন দেয়ার চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন মালিক পক্ষ। এ নিয়ে মার্কেটের ব্যবসায়ী ও দোকান মালিক কর্তৃপক্ষ আতংকিত রয়েছেন। এ থেকে পরিত্রাণ পেতে শনিবার রাতে কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেছেন মার্কেটের অন্যতম পরিচালক পুরান লেন এলাকার আতাউর রহমানের পুত্র আহসানুর রহমান।
জিডি সূত্রে জানা গেছে, বন্দর বাজারে অবস্থিত ‘সিটি হার্ট শপিং সেন্টার’ ৩টি পক্ষ মালিক হলেন যথাক্রমে ১। আহসানুর রহমান গং ২। আলকাব মিয়া গং ও ৩। মোঃ শাহজামাল গং। গত মঙ্গলবার (২৯ জুন) বেলা আড়াইটায় সিটি হার্ট শপিং সেন্টারের নিচতলার ৮নং দোকান কোঠার সামনে বৈদ্যুতিক শর্টের কারণে আগুন লেগে যায়। উপস্থিত ব্যবসায়ীরা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে আমরা মার্কেটের সিসি ফুটেজ পরীক্ষা করে দেখতে পাই গত ২৯ জুন সকাল অনুমানিক ০৮.৪৩ ঘটিকার সময় উক্ত মার্কেটের ৭নং দোকানের সামনে কয়েকজন যুবক সিঁড়ি দিয়ে কিছু একটা করছিল। আমাদের ধারণা এ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে।
উল্লেখ্য যে, উক্ত মার্কেটের ২য় (মালিক) পক্ষের দুই ভাই উস্তার মিয়া এবং কয়ছর মিয়ার মধ্যে ৭নং দোকান নিয়ে বিরোধ চলছে। এমতাবস্থায় বাকী ২ মালিকপক্ষ ও মার্কেটে ব্যবসারত ব্যবসায়ীবৃন্দ যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে কোতোয়ালী থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেন। বিষয়টি ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনা করে মার্কেটের নিরাপত্তার স্বার্থে মালিকপক্ষ এবং ব্যবসায়ীগনের পক্ষে বাধ্য হয়ে থানায় সাধারণ ডায়রী করেছেন বলে জানান আহসানুর রহমান।