এমপি হাবিবের অর্থায়নে দক্ষিণ সুরমায় খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২২, ৭:১৮:৪৩ অপরাহ্ন
সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, সিলেটের ১৩টি উপজেলায় বন্যা দুর্গতদের পাশে আওয়ামীলীগ ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিলেটের দুর্গত এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাগবে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
এডভোকেট নাসির উদ্দিন খান রোববার বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব এর অর্থায়নে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমাস্থ এমপি হাবিবুর রহমানের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন পিপি, কৃষি বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন, উপ প্রচার সম্পাদক মতিউর রহমান মতি।
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, রফিকুল ইসলাম, রাজ্জাক হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম, বশির আলী, আব্দুল আহাদ, সাংগঠনিক নেছার আলী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আলী আহমদ, প্রচার সম্পাদক মাসুক আহমদ, উপ প্রচার সম্পাদক ছদরুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা বেগম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, শ্রম বিষয়ক সম্পাদক পংকি মিয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম রাসেল, সদস্য বুরহান উদ্দিন, জামাল উদ্দিন, সুমন আহমদ তালুকদার, মুহিত হোসেন, মিছবাহ উদ্দিন, কালাম আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী প্রমুখ। বিজ্ঞপ্তি