কোম্পানীগঞ্জে নওগা ইমাম সমিতির ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২২, ৮:৫৪:৫১ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ উপজেলার দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বগুড়া জেলার নওগা ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতি।
রোববার কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের তৈমুরনগর, নয়াগাঙ্গেরপার, টুকেরগাঁও ও ইসলামপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে সংস্থাটির প্রদানকৃত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ক্যাডেট মাদ্রাসার ভাইস-চেয়ারম্যান হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন।
উপস্থিত ছিলেন নওগা ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির সহ-সভাপতি মাওলানা রায়হান উদ্দিন, সিনিয়র সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা ওয়ালিউল্লাহ সিদ্দিকী, শিক্ষাবিদ মাষ্টার আবুল খায়ের, বিশিষ্ট সমাজসেবী মাওলানা ফয়জুর রহমান প্রমূখ। বিজ্ঞপ্তি