নরসিংদীর বিশিষ্টজনদের পক্ষে জকিগঞ্জে রান্না করা খাবার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২২, ৮:৫৫:০৯ অপরাহ্ন
জকিগঞ্জ উপজেলার দুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে নরসিংদী থেকে আগত বিশিষ্টজনদের একটি টিম। সোমবার জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের ডেমারগ্রাম এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ লোকজনের মাঝে এই খাবার বিতরণ করা হয়।
সিলেট ক্যাডেট মাদ্রাসার ভাইস-চেয়ারম্যান হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান গোলাম রুকবানী চৌধুরী জাবেদের সার্বিক সহযোগীতা ও তত্ত¡াবধানে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন নরসিংদী থেকে আগতদের টীম লিডার সমাজসেবী জসিম উদ্দিন, মাওলানা জামিল আহমদ, মাওলানা মঈন উদ্দিন প্রমূখ। বিজ্ঞপ্তি