সুনামগঞ্জে বন্যার্ত খামারীদের ২০ টন গো খাদ্য দিচ্ছে জামায়াত
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২২, ৯:২২:৩৬ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পুরো সুনামগঞ্জ। হাওরাঞ্চল খ্যাত জেলাটিতে বন্যায় এত বিশাল ক্ষতি হয়েছে, যা কাটিয়ে উঠা এ অঞ্চলের মানুষের জন্য খুবই কঠিন। বন্যার্ত মানুষ খাবার পেলেও গৃহপালিত পশুরা ছিল অসহায়। জামায়াত শুধু মানুষের পাশে নয়, গৃহপালিত পশুর খাদ্যের ব্যাপারে সচেতন। তাই আমাদের পক্ষ থেকে জেলার জন্য ২০ টন গো খাদ্য বিতরণ করা হচ্ছে। প্রয়োজনে এর পরিমাণ আরো বাড়ানো হবে।
তিনি বলেন, এই বন্যায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের সদস্যদের স্বজন হারানোর বেদনা আমরা কিছুটা অনুভব করতে পারি। বন্যায় নিহত ৩০ জনের পরিবারকে আমাদের পক্ষ থেকে আর্থিক সহায়তা কিছুটা হলেও পুনর্বাসনে সহায়ক ভুমিকা রাখলে আমাদের প্রচেষ্টা সফল হবে। মজলুম কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্যার শুরু থেকে সাধ্যের সবটুকু সামর্থ নিয়ে সিলেট সুনামগঞ্জ সহ দেশের বন্যাদূর্গত এলাকার বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশের সকল বন্যাদূর্গত এলাকায় জামায়াতের মানবিক কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
তিনি সোমবার জামায়াতের উদ্যোগে বন্যাদূর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত খামারীদের মাঝে গো খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান ও সুনামগঞ্জ জেলায় বন্যায় নিহত ৩০ জনের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদানকালে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সুনামগঞ্জ জেলা আমীর মাওলানা তোফায়েল আহমদ খানের সভাপতিত্বে ও সেক্রেটারী মোমতাজুল হাসান আবেদের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সুনামগঞ্জ জেলা নায়েবে আমীর এডভোকেট শামসুদ্দিন, সিলেট মহানগর বিমানবন্দর থানা আমীর ক্বারী আলাউদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলা আমীর কুদরত এ এলাহী মারুফ, সুনামগঞ্জ পৌরসভা আমীর এডভোকেট নুরুল আলম, জেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারী লুৎফর রহমান দুলাল, দোয়ারাবাজার উপজেলা নায়েবে আমীর কামাল উদ্দিন ও সাবেক ছাত্রনেতা মামুন হোসাইন প্রমূখ।
অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলায় বন্যায় নিহত ৩০ জনের পরিবারের নিকট প্রতিটি পরিবারের জন্য নগদ ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া পৃথক অনুষ্ঠানে তিনি জেলাব্যাপী খামারীদের মধ্যে গো খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় জেলার সকল উপজেলা ও পৌর জামায়াতের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি