ওসমানীনগরে ব্যবসায়ী মনোহর আলীর ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২২, ৯:৩৯:২১ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরের তাজপুর বাজারের ব্যবসায়ী ও তাজপুরবাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য মনোহর আলী মনু মিয়া (৪৮) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার বেলা সাড়ে ৩টায় উপজেলার তাজপুর ইউনিয়নের মজলিসপুর গ্রামে নিজ বাড়িতে দুরারোগ্য ক্যান্সার জনিত রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার স্ত্রী, ১ ছেলে, অসংখ্য আত্মীয় স্বজনসহ গুণগ্রাহী রয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টায় তাজপুর কদমতলা ঈদগাহ মাঠে মরহুমের জানাজা শেষে তাজপুরস্থ গোরস্থানে তাকে দাফন করা হয়। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে তাজপুর বাজারে তাঁর পারিবারিক উত্তরাধিকার সূত্রে ব্যবসা করে আসছিলেন। তাঁর মৃত্যুতে বাজারের ব্যবসায়ীদের মধ্যে শোক বিরাজ করছে।