সিলেটস্থ বড়লেখা সমিতির ১৫০০ পরিবারে খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২২, ৬:৪৫:৪১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : সিলেটস্থ বড়লেখা সমিতি বড়লেখায় বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে। সমিতির নেতৃবৃন্দ গত দুইদিনে উপজেলার সদর, তালিমপুর, সুজানগর, উত্তর শাহবাজপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকার দেড় হাজার বানভাসি পরিবারের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ করেছে।
৬ জুলাই শনিবার অজমির সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছিকামহল, সোনাতোলা, হাকালুকি হাওর পারের টেকাহালিসহ কয়েকটি গ্রামে, সুজানগর ইউনিয়নের পাটনা এলাকাসহ কয়েকটি গ্রামে ও রাতে হাকালুকি হাওরের কানুনগোবাজারে সমিতির নেতৃবৃন্দ দুপুর থেকে রাত অবধি ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এদিকে, একইভাবে পরদিন রোববার উত্তর শাহবাজপুর ইউনিয়নে, বড়লেখা সদরের গাজিটেকা এলাকায়, দাসের বাজার ইউনিয়নের মহারাণী বারইকান্দি গ্রামসহ আরো কয়েকটি গ্রামে, নিজ বাহাদুর ইউনিয়নে সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে ত্রাণ বিতরণে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ শরীক হন।
দুদিন ব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণে অংশ নেন বড়লেখা সদর ইউনিয়ন চেয়ারম্যান সালেহ আহমদ জুয়েল, উত্তর শাহবাজপুর ইউনিয়ন চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, নিজ বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাল উদ্দিন, বড়লেখা সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সমিতির কোষাধ্যক্ষ ও সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল কাদের তাপাদার, সমিতির সহ-সভাপতি আবদুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লুলু, সহ-সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল উসমান গণি, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুলফিকার তাজুল, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী জয়নুল ইসলাম মুনিম, কার্যকরি পরিষদ সদস্য আবদুল হাসিব, শাহেদ হোসাইন, এডভোকেট রেদোয়ান আহমদ, সমিতির অন্যতম সদস্য জিয়াউল হক, জিয়াউর রহমান, আবদুল আহাদ, হাসরুল হক ও উপদেষ্টা আবদুশ শুকুর বকুল।
এছাড়াও ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বড়লেখা সমিতির অন্যতম সদস্য জাহিদুল ইসলাম মামুন, বড়লেখা পৌরসভা কাউন্সিলর আবদুল হাফিজ ললন, নারী শিক্ষা একাডেমির প্রভাষক আবুল হাসান, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা মীর মুহিবুর রহমান, ব্যাংক কর্মকর্তা আজিজুল ইসলাম, বড়লেখা মোহাম্মদিয়া মাদ্রাসার শিক্ষক তারেক আহমদ, অজমির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুবায়ের আহমদ, আওয়ামী লীগ নেতা লতিফুর রহমান লতু, বড়লেখা ফাউন্ডেশন ইউকের সমন্বয়কারি এস এ শামীম, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক আতিকুল ইসলাম মুক্তা, সাংবাদিক সুলতান মাহমুদ খান, কামাল আহমদ, ইউপি সদস্য কবির আহমেদসহ বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের সমাজসেবক এবং ব্যক্তিবর্গ।